মোজাফ্ফর হোসেন

মোজাফ্ফর হোসেন একাধারে গল্পকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক ও অনুবাদক। এটি তাঁর দ্বিতীয় উপন্যাস। প্রথম উপন্যাস তিমিরযাত্রার জন্য তিনি কালি ও কলম সাহিত্য পুরস্কার অর্জন করেন। এছাড়াও অতীত একটা ভিনদেশ গল্পগ্রন্থের জন্য পান এক্সিম ব্যাংক—অন্যদিন হুমায়ূন আহমেদ কথাসাহিত্য পুরস্কার, পরাধীন দেশের স্বাধীন মানুষেরা গল্পগ্রন্থের জন্য আবুল হাসান সাহিত্য পুরস্কার, পাঠে বিশ্লেষণে বিশ্বগল্প বইয়ের জন্য ব্র্যাক ব্যাংক—সমকাল সাহিত্য পুরস্কার এবং নো ওম্যান’স ল্যান্ড গল্পগ্রন্থের জন্য চ্যানেল আই—আনন্দ আলো সাহিত্য পুরস্কার। পাশাপাশি তিনি ‘বৈশাখি টেলিভিশন তোমার গল্পে সবার ঈদ’, ‘অরণি ছোটগল্প পুরস্কার’ এবং ‘প্রতিভা প্রকাশ সাহিত্য পুরস্কার’ পেয়েছেন। এরই মধ্যে তাঁর গল্প ইংরেজিসহ হিন্দি, গুজরাটি, নেপালি, ইতালি, জামার্নি, আরবি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় অনূদিত হয়েছে। বেশ কিছু গল্পের নাট্যরূপ মঞ্চস্থ হয়েছে বাংলাদেশ, ভারত, আমেরিকায়। উল্লেখ্য, তাঁর মানুষের মাংসের রেস্তোরাঁ বইটি সাম্প্রতিক সময়ের আলোচিত গল্পগ্রন্থ—ইতোমধ্যে ইংরেজি ভাষায় অনূদিত হয়ে ভারত থেকে প্রকাশিত হয়েছে।

[email protected]
www.mojafforhossain.com
মোজাফ্ফর হোসেন এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use